Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ইছাকলস ইউ/পি

সিলেট জেলার অন্তর্গত কোম্পানীগঞ্জ উপজেলা, ০৩টি ইউনিয়ন নিয়ে যাত্রা শুরু করে। কালের আবহমান পরিবর্তন ও অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধিরফলে গুন সম্পন্ন মৌলিক অধিকার নিশ্চিত অথবা সামাজিক ও রাষ্ট্রিয় সুযোগ-সুবিধা বন্টন করা পুরোপুরি সম্ভব হতনা। তাই এ মানুষের মৌলিক অধিকার  নিশ্চিত করা, অথবা সামাজিক ও রাষ্ট্রিয় সুযোগ-সুবিধা বন্টন করা পুরোপুরি  নিশ্চিত করতে এই ০৩টি ইউনিয়নকে ভেঙ্গে ০৬টি ইউনিয়নে রুপান্তরিত করা হয় তার একটি  ০৪ নং ইছাকলস ইউনিয়ন পরিষদ। জন্মলগ্ন থেকেই এ ইউনিয়নটি তেলিখাল ইউনিয়ন পরিষদের অর্ন্তভুক্ত ছিল। আশির দশক নিয়ে দুই দশক তেলিখাল নামে পরিচিত ছিল। বৃহত্তর তেলিখাল ইউনিয়নের ভৌগালিক সীমা রেখা ছিল খুব বড়। প্রায় ৩১টি গ্রাম ছিল এর অর্ন্তভুক্ত। বিশাল জনগোষ্টি সামাল দেয়া তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা পুরোপুরি সম্ভব ছিল না। মানুষের মৌলিক অধিকার পুরোপুরি নিশ্চিত করতে তেলিখাল ইউ/পি কে ভাগ করে আরেকটি ইউনিয়ন গঠন করা হয়। সেই ইউনিয়নটির নাম ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নে বর্তমান জনসংখ্যা প্রায়-২৬,৫০০/=(ছাব্বিশ হাজার পাচশত)। এ ইউনিয়নে প্রায়-১৯টি গ্রাম নিয়ে গঠিত। পুটামারা পুর্ব, পুটামারা পশ্চিম, বিঞুপুর, ইছাকলস, নিজগাও পুর্ব,  নিজগাও পশ্চিম, ফুটকুরাটিলা, চৈতনগর, টুকের গাও,ভাদেশ্বর,পুরান পারকুল, লামা পারকুল, নতুন পারকুল, শিবপুর, দুর্গাপুর, চেঙ্গাপই,বাগজুর, কলাপাড়া,যুগিরগাও। এ গ্রাম গুলি অত্র ইউনিয়নের অর্ন্তবুক্ত।  এর ভৌগলিক সীমারেখা হচ্ছে- পুর্বে নিজ উপজেলার পিতৃতুল্য ইউনিয়ন তেলিখাল। , দক্ষিনে সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন, পশ্চিমে ছাতক উপজেলা, উত্তরে নিজ উপজেলার পিতৃতুল্য ইউনিয়ন তেলিখাল।

 

 

নামঃ ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদ,

উপজেলা হতে যোগাযোগঃ সড়কপথে ৪২ কিঃমিঃ

আয়তনঃ ৪৭.৯১ বর্গ কিঃমিঃ

নির্বাচিত চেয়ারম্যানঃ জনাব, এম. এখলাছুর রহমান, মোবাঃ ০১৭১১-৭৩৬০৪৩

মৌজার সংখ্যাঃ ০৮ টি

জনসংখ্যাঃ ২৬,৫০০ জন

খানার সংখ্যাঃ ২৮৫৬টি

ভোটার সংখ্যাঃ ৮৪৫৩ জন। পুরুষ-৪,১৭৩ জন, মহিলা-৪,২৮০ জন।

জমির পরিমান (একরে): ৭৮২১.৯০ একর, কৃষি-৬২৮০.৩০ একর, অকৃষি-১৫৪১.৬০ একর।

নলকুপের সংখ্যাঃ গভীর-১১টি, অগভীর-৪৮৮টি।

শিক্ষার হারঃ ২০.১% ।

প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যাঃ সরকারী-০৬টি, বেসরকারী-০৬টি, কমিউনিটি নাই।

নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ০৩ টি

মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ সরকারী নাই, বেসরকারী নাই।

কলেজের সংখ্যাঃ সরকারী নাই, বেসরকারী নাই।

মাদ্রাসার সংখ্যাঃ আলীয়া নাই, কওমী-০২টি, অন্যান্য-০১টি।

ধর্মীয় প্রতিষ্ঠানের সংখ্যাঃ মসজিদ- ২৭ টি, মন্দির- ০২টি, অন্যান্য না্‌ই।

রাস্তা সড়কের পরিমানঃ পাকাঃ ৩ কিঃমিঃ, এইচএসবি-২ কিঃমিঃ, কাচাঃ ৪২কিঃমিঃ।

সায়রাত মহলের সংখ্যাঃ হাট-বাজার- ১টি, জলমহাল-০৯টি

জন্মনিবন্ধনের সংখ্যাঃ ১৮,২৬৫ জন, ৮৫%

স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যাবহারকারী পরিবারের সংখ্যাঃ ১,৪৭৫ । ৫২.৮৪%

সক্ষম দম্পতির সংখ্যাঃ ৩২১২ ।

পরিবার পরিকল্পনা গ্রহনকারী দম্পতির সংখ্যাঃ ২,৪৭৩ । ৭৯.৪৯%

ব্যাংকের শাখার নামঃ নাই