বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ ব্যাবস্থার তেমন উন্নত মাধ্যম অর্থাৎ পাকা রাস্তা নেই। তবু ও যোগাযোগের পথরেখা আছে তা নিম্নরুপঃ
যে কোন অঞ্চল হতে সিলেট আসতে হবে, সিলেট থেকে পাচ ভাবে সরাসরি যোগাযোগ করা যায়ঃ-
১/ সিলেট থেকে গাড়ী যোগে সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের দাবাদাকান্দি গ্রামে আসতে হবে, বর্তমান নির্মানাধীন বাগজুর ব্রীজ নির্মান কাজ সম্পুর্ন হলে দাবাদাকান্দি থেকে ব্রীজ ক্রস করে ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের সাথে যোগাযোগ হবে।
২/সিলেট থেকে গাড়ী যোগে সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের মানসিনগর(মুরার গাও)গ্রামে আসতে হবে, সেখান থেকে খেয়া নৌকার মাধ্যমে ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামের সাথে যোগাযোগ হবে।
৩/ সিলেট থেকে গাড়ী যোগে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় আসতে হবে, সেখান থেকে ইঞ্জিন চালিত ছোট নৌকার মাধ্যমে ইছাকলস ইউনিয়নের ইছাকলস গ্রামের সাথে যোগাযোগ হবে।
৪/ সিলেট থেকে গাড়ী যোগে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুখা ইউনিয়নের কালারুখা বাজারে আসতে হবে, সেখান থেকে খেয়া যোগে পার হয়ে ইছাকলস ইউনিয়নের পারকুল গ্রামের সাথে যোগাযোগ হবে।
৫/সিলেট থেকে গাড়ি যোগে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পুর্ব ইউনিয়নের থানা বাজারে আসতে হবে, সেখান থেকে ইঞ্জিন চা্লিত ছোট নৌকার মাধ্যমে ইছাকলস ইউনিয়নের সাথে যোগাযোগ করা যায়।
উল্লেখ্য এই যে, সিলেট জেলা কিংবা যে কোন উপজেলা এমনকি নিজ উপজেলা, পাশ্ববর্তী ইউনিয়ন অথবা নিজ ইউনিয়নের এক গ্রাম হতে অন্য গ্রামের সাথে যোগাযোগ করতে হলে বর্ষা, শরৎ কালে নৌকা আর হেমন্ত, শীত, বসন্ত কালে হাটুজল, কাদা ভেঙ্গে যোগাযোগ করতে হয়।এছাড়া অন্য কোন মাধ্যম নেই যোগাযোগের।
জরুরী যোগাযোগের জন্য- ০১৭১১৭৩৬০৪৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস